ভালো কাজ করতে চাইলে বেগম খালেদা জিয়ার কাছে শিক্ষা নিন : দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ভালো কাজ করতে চাইলে বেগম খালেদা জিয়ার কাছে শিক্ষা নিন।
দুদু বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন কৃষকদের সাহায্য করবেন। কৃষকদের পাশে দাঁড়াবেন। কৃষকদের ঋণ মওকুফ করবেন । তিনি তা করেছিলেন, হাজার হাজার কৃষকদের ঋণ মওকুফ করেছিলেন। মানুষ বন্যাকবলিত হলে বেগম জিয়া তাদের কাছে ছুটে যেতেন । আর্থিক সহায়তা করতেন। আর আজকের প্রধানমন্ত্রী তিনি কোথায় আছেন? দেশবাসীও তা জানে না।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কৃষক দলের উদ্যোগে বন্যাকবলিত কৃষকদের ঋণ ও সুদ মওকুফের দাবিতে এ মানববন্ধন করা হয়।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী বিদেশে গেছেন চিকিৎসা নিতে, এই কৃষকদের কে দেখবে? বন্যাকবলিত মানুষদের কে দেখবে? ডেঙ্গু আক্রান্ত মানুষদের কে দেখবে?’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, কৃষক দলের সদস্য মাইনুল ইসলাম, কে এম রকিবুল ইসলাম রিপন।