ঈদুল আজহার ছুটি সামনে রেখে সপ্তাহের শেষ দিনে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ।
ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা যায়। তবে বৃষ্টি আর যানজটে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো যাত্রীদের।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে ঘর মুখো যাত্রীদের ঢল নামে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি আর রাস্তার জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে দুর্ভোগ আরও বাড়ে।
আজ কমলাপুর থেকে ৩টি স্পেশাল ট্রেনসহ ৩৭ টি ট্রেনে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অন্যান্য গন্তব্যের শিডিউলে কিছুটা বিলম্ব থাকলেও উত্তরবঙ্গের ট্রেন ছাড়তে প্রায় ২থেকে ৩ ঘণ্টা লেগে যাচ্ছে। বাস টার্মিনালেও রয়েছে যাত্রী চাপ। তবে সব ভোগান্তি উপেক্ষা করে বাস ট্রেনে উঠতে পেরেই খুশী ঘরমুখো মানুষ।