ঈদের আমেজ কাটিয়ে কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে রাজধানী
বজনদের সঙ্গে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। ফিরতি ট্রেনও আসছে দেরিতে। তাই কিছুটা হলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরবঙ্গের যাত্রীদের। তবে সড়ক ও নৌপথে নির্বিঘ্নেই ফিরছেন মানুষ।
ছুটি শেষ। এবার ব্যস্ত নগরীতে আবার ব্যস্ত হওয়ার পালা। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মচঞ্চল মহানগরে ফিরে আসছে মানুষ । শুক্রবার (১৬ আগস্ট) ভোর থেকেই রেলস্টেশনগুলোতে চোখে পড়েছে ঢাকামুখী মানুষের চাপ।
যাত্রীরা বলছেন, ঢাকা ছাড়তে মনে চায় না, আবার গেলে আসতেও মনে চায় না। খারাপও লাগে।
ফিরতি ট্রেনেও পোহাতে হয়েছে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি।
যাত্রীরা বলছেন, চার ঘণ্টা দেরিতে এসে পৌঁছেছি।
তবে যানজট না থাকায় সড়ক পথে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।
তারা বলেন, পরিবারের সবার সাথে ঈদ করে ফিরছি। তবে ভাড়া অনেক বেশি।
নৌ-পথেও নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ।
লঞ্চে আসা মানুষ বলছে, লঞ্চে একটু স্বস্তিতে এসেছি। তবে দু’এক দিন গেলেই ভিড় বেড়ে যাবে।
রোববার থেকেই পুরোদমে ফিরতে হবে কাজে। তাই শনিবার সাপ্তাহিক ছুটির দিনটিতে ঢাকা ফেরত মানুষের চাপ আরো বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।