ভিকারুননিসার অধ্যক্ষ হিসাবে ফওজিয়া রেজওয়ানের যোগদানে বাধা নেই - হাইকোর্ট
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের যোগদানে বাধা নেই। মঙ্গলবার সম্পূরক এক আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এছাড়া সদ্য নিয়োগ পাওয়া ভিকারুননিসার অধ্যক্ষ ফাওজিয়া রেজওয়ানের নিয়োগ কেন অবৈধ নয়-জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
এর আগে সোমবার একই বেঞ্চে সম্পূরক এক আবেদনের ওপর শুনানি হয়। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন রাখে এবং বেলা ১১টা পর্যন্ত অধ্যক্ষ কাজে যোগদান না করেন, তা নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট।