ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি স্লোগানে উত্তাপ মধুর ক্যান্টিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি স্লোগানে উত্তাপ ছড়িয়েছে ছাত্রদল-ছাত্রলীগের নেতারা। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসার জন্য ঘোষণা দেয়া ছাত্রদল।
ছাত্রদলের ঘোষণার খবরে ছাত্রলীগ নেতাদের ভেতর নানা কৌতূহল ও উদ্দীপনার জন্ম নেয়। ছাত্রদল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করতে না পারে সেজন্য সকাল ৮টায় সব হলের নেতাকর্মীকে সতর্ক থাকার নির্দেশ দেয় ছাত্রলীগ। নির্দেশ অনুযায়ী ছাত্রলীগ নেতারা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
বেলা ১১টায় মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রলীগের পাশাপাশি টেবিলে বসেন। এ সময় ছাত্রলীগ-ছাত্রদল উভয়ের পরস্পরবিরোধী তুমুল স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে মধুর ক্যান্টিন।
ছাত্রলীগ নেতাকর্মীরা ‘খালেদা ভুয়া, ভুয়া খালেদা’, ‘ছাত্রদলের গুণ্ডারা হুঁশিয়ার সাবধান,’ ‘ছাত্রদলের চাচ্চুরা ক্যাম্পাসে তোরা বাপেরা’ ইত্যাদি স্লোগান দেয়।
অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই,’ ‘জিয়া খালেদা, খালেদা জিয়া’ ইত্যাদি স্লোগান দেয়।
ছাত্রলীগের স্লোগান নিয়ে ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল বলেন, আপনারা দেখেছেন আমাদের উদ্দেশ্য করে তারা ঢিল ছুড়ছে, আজেবাজে মন্তব্য করছে, যা কাম্য নয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ক্যাম্পাসে যদি কেউ জিন্দাবাদ স্লোগান দেয় তাহলে আমরা বসে থাকব না।‘
উল্লেখ্য, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসেন। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ ক্যাম্পাসে যান ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।