‘বাসমালিক-শ্রমিক নেতাদের কারণে আইন বাস্তবায়ন হয়নি’
সড়ক পরিবহন আইন ২০১৮ সংসদে পাস হলেও বাস মালিক ও শ্রমিক নেতাদের নানা দাবির কারণে এটি বাস্তবায়ন ও প্রয়োগ সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পাশের দেশে এ ধরনের আইনের নানাদিক পর্যালোচনা ও বেশকিছু পরামর্শ রেখে আইনটি সংশোধন হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে সমস্যা দূর করতে ও আইনটি প্রয়োগে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেদিকটি বিবেচনায় নিয়ে সবার জন্য গ্রহণযোগ্য একটি আইন করার কথা জানান