ব্যাংক ঋণ পরিশোধে পুরুষের চেয়ে এগিয়ে নারী: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্যাংকের ঋণ পরিশোধে পুরুষের চেয়ে এগিয়ে বাংলাদেশের নারীরা। ঋণ পরিশোধ প্রবণতা ও সততার দিক দিয়েও নারীরা অগ্রগামী।
বাণিজ্যমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে নারী উদ্যোক্তারা যোগ্যতার প্রমাণ রেখেছেন। বলা যায় বাণিজ্যে নারীরা বসতি লক্ষ্মী। এ বাণিজ্যে যখন নারীরা এসেছেন আমরা এগিয়ে যাবোই।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, এসএমই খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছেন। ব্যবসায় খাতকে এগিয়ে নিয়ে যেতে নারীরা এগিয়ে আসছেন- এটি আমাদের জন্য আনন্দের। এ দেশ সবার। দেশের সার্বিক উন্নয়নে তাই সবাই মিলে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ বানাতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। অসাম্প্রদায়িক দেশ গড়তে নারী-পুরুষ সবাইকে একসাথে কাজ করতে হবে।
উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা-পি-সোমারনো, এশিয়ান আরব চেম্বারের সভাপতি প্রিন্সেস ফে জাহান আরা, মালয়েশিয়ান ওয়ার্ল্ড চেম্বার অব কমার্সের ভিশন ও ডেভেলপমেন্টের প্রধান ড. দাতিন মালিগা সুব্রা মানিয়াম ও ইন্ডিয়ান ইকোনোকিম ট্রেড অর্গানাইজেশনের (আইইটিও) প্রেসিডেন্ট ড. আসিফ ইকবাল।
উইম্যানস এসএমই এক্সপো দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাণিজ্য সম্মেলন।