জামিন না হওয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন না হওয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৬ ডিসেম্বর) সাক্ষাৎ শেষে তার সেলিমা ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, আদালতে দাখিল করা মেডিকেল রিপোর্টের সাথে বাস্তবতার কোনো মিল নেই। খালেদা জিয়া ভীষণ অসুস্থ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এবং জামিন না হওয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া।
এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন তার স্বজনরা। বেলা ৩টায় তারা বিএসএমএমইউ-তে প্রবেশ করেন।
খালেদা জিয়ার স্বজনদের মধ্যে রয়েছেন- সেলিমা ইসলাম, রফিকুল ইসলাম, শামীম ইস্কান্দার, কানিজ ফতেমা ও অভিক ইস্কান্দার। সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হয় স্বজনদের।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে পর্যবেক্ষণসহ এই আদেশ দেন।