সাক্ষাৎকার দেয়ার মাঝেই আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ
ভারতের খ্যাতিমান ইতিহাসবিদ রামচন্দ্র গুহ যখন দেশটির বিরুদ্ধে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে গেয় বেঙ্গালুরুতে তার নিজ নাগরিক অধিকার নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন এনডিটিভিতে, ঠিক সেই সময়ই তাকে আটক করে পুলিশ। সাক্ষাৎকারের সময় তাকে টেনে-হিচড়ে গাড়িতে তুলে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আটক করা হয় এ ইতিহাসবিদকে। ভারতীয় গণমাধ্যম এইসময় জানায়, বেঙ্গালুরুর টাউন হলের সামনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন রামচন্দ্র গুহ। কিন্তু গতকাল ১৮ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা থেকেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। আটক হওয়ার পর পুলিশের গাড়ি থেকেই রামচন্দ্র গুহ বলেন, ‘হাতে গান্ধীর পোস্টার নেওয়ার জন্য ও সংবাদমাধ্যমকে সংবিধানের বিষয়ে বলার জন্য আমাকে আটক করা হল।’ রামচন্দ্র গুহর সঙ্গে সেখান থেকে প্রায় শ’খানেক আন্দোলনকারীকেও ছত্রভঙ্গ করে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। নাগরিকত্ব আইনের বিরোধিতা ভারতের বিভিন্ন শহরে বৃহস্পতিবার বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সদ্য পাস হওয়া এই আইন মুসলিমবিরোধী ও সংবিধানের পরিপন্থী উল্লেখ করে তারা এ বিক্ষোভের ডাক দেন। এদিকে বেঙ্গালুরুতে নিষেধাজ্ঞা জারির কংগ্রেসকে দায়ী করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি বলেছেন, ‘সিএএ বিরোধী বিক্ষোভের পেছনে রয়েছে কংগ্রেস। মুসলিমদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। সবাইকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি।’ কংগ্রেস যদি বিক্ষোভে অংশ নেওয়া বন্ধ না-করে, তাহলে তাদের ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই মুখ্যমন্ত্রী। এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির লালকেল্লা থেকে স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদবকে আটক করা হয়েছে। টুইট বার্তায় যোগেন্দ্র জানান, ‘আমাকে লালকেল্লা থেকে এই মাত্র আটক করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় এক হাজার আন্দোলনকারীদের আটক করা হয়েছে। পথে রয়েছেন হাজার হাজার মানুষ। আমাদের বাওয়ানা নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই জানানো হয়েছে।