বাংলাদেশের ইতিবাচক দিক তুলে ধরে পুরস্কৃত
হ্যাশট্যাগ হোয়াটস গুড (#WhatsGood) ক্যাম্পেইনের সেরা তিনজনকে পুরস্কৃত করল এলজি বাংলাদেশ। এই কর্মসূচির অংশ হিসেবে ১৯ ডিসেম্বর অসংখ্য ভালো গল্পের মধ্য থেকে সেরা তিনজনকে বাছাই করে প্রতিষ্ঠানটি। পুরস্কার প্রদান করেন এলজি বাংলাদেশের হেড অফ কনজিউমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান।
এলজি বাংলাদেশের হেড অফ কনজিউমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান বলেন, জন্মভূমির প্রতি ভালোবাসা বা মায়া কার না আছে? শত প্রতিকূলতার পরও আমরা আমাদের দেশকে প্রচন্ড ভালোবাসি। ঠিক এমনই একটি চিন্তা থেকে এলজি বাংলাদেশ শুরু করে #WhatsGood ক্যাম্পেইন। যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের দেশের প্রতি ভালোবাসা জাগ্রত করা।
তিনি আরো বলেন, আমাদের চারপাশের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড যা আমরা আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে হয়ত এড়িয়ে যাই, এদেশে অনেক ভালো কাজ যা হয়ত সেভাবে প্রশংসনীয় হয় না। এলজি বাংলাদেশের মূল লক্ষ্যই ছিল এ সমস্ত ভাল দিকের গল্পগুলো মানুষের কাছ থেকে জানা এবং এরই সঙ্গে দেশের মানুষের ভাবনার জায়গাকে আরো একটু উদ্যমী করা।