বিকেলে জরুরি বৈঠক ডেকেছে ২০ দল
বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান শুক্রবার সকালে বাংলানিউজকে বলেন, দেশের সমসমায়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। আজকের বৈঠক বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জোটের নেত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারতের নাগরিকপঞ্জি, ঢাকার দুই সিটির নির্বাচন, রাজাকারের তালিকায় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়েও আলোচনা হবে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে বৈঠকে যোগ দিতে পারেন বলেও একটি সূত্র জানিয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।