কালকের মধ্যে ব্যানার না সরালে ‘প্রার্থিতা বাতিল’
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা ও সংগ্রহের শেষ দিনে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় ছিল প্রত্যাশীদের। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জমা দেন দক্ষিণের বর্তমান মেয়র সাইদ খোকন। দুপুরের পর বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ফরম জমা দেবেন।
এদিকে নির্দেশ দেয়ার পরও নগরীতে পোস্টার, ব্যানার সরানো হয়নি। আগামীকালের মধ্যে না সরালে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম জমা ও সংগ্রহের শেষ দিন শুক্রবার। শেষ দিন হওয়ায় সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ভিড় করেন দলীয় কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা।
বেলা ১১টার দিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান মেয়র সাঈদ খোকন। এ সময় দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
খোকন বলেন, আমি মনোনয়ন ফরম জমা দিয়েছি। নগরবাসীর কাছে দোয়া চাচ্ছি।
ধানমন্ডি কার্যালয়ে দুটি বুথ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ কাউন্সিলর প্রার্থীরা তাদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে সকাল থেকে কোনো উত্তাপ দেখা যায়নি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আজ দুপুর ২টার পর দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেবেন বিএনপি প্রার্থীরা।
বিধি অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে প্রচারণা শুরুর বিধান থাকলেও অনেকেই আগে থেকে প্রচারণা শুরু করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় সব পোস্টার, লিফলেট ব্যানার, বিলবোর্ড অপসারণের নির্দেশ দেয় দুই সিটির রিটানিং কর্মকর্তা। তবে এখনো অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, আমরা আশা করব আগামী দিনের মধ্যে তারা এটা সরিয়ে ফেলবেন।
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন।