আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণেশেখ ফজলে নূর তাপস
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস। আতিকুল ইসলাম বর্তমানে উত্তরে মেয়র পদে রয়েছেন। তাপস সংসদ সদস্য। তবে মনোনয়নের পর পদ ছেড়েছেন তিনি।মেয়র পদের জন্য কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে তাদের বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুই প্রার্থীর নাম ঘোষণা করে কেন তাদের মনোনয়ন দেয়া হয়েছে তা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নেওয়া হয়েছে। কোন্ প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, মনোনয়ন বোর্ডে যাঁরা ছিলেন, তাঁরা প্রার্থীর জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতার দিক বিবেচনায় নিয়েছেন। মনোনয়ন বোর্ডের সবার সম্মতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে ইভিএমে ভোটগ্রহণ হবে।