চলতি বছরে আরও সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
চলতি বছরেই আরও সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়কমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ন্যাশনাল নিউরোসাইন্স হাসপাতাল ও ইনস্টিটিউটে ১০০ শয্যা বিশিষ্ট স্ট্রোক ইউনিট স্থাপনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। নতুন করে ১৫ হাজার নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় দেশের সরকারি হাসাপাতালগুলোতে যে পরিমাণ আইসিইউ সুবিধা রয়েছে চলতি বছরেই তা দ্বিগুণ করার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা রাজধানী কেন্দ্রিক রোগীর চাপ কমাতে কেবল হাসপাতালগুলোর অবকাঠামোগত এবং কারিগরি উন্নয়ন না করে চিকিৎসক ও নার্সদের জন্য নতুন পদ তৈরির দাবি জানান। একইসঙ্গে তাদের উন্নত প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে উপজেলা ভিত্তিক নিয়োগের কথাও বলেন তারা।