আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন মানে
অবশেষে দ্বিতীয় থেকে প্রথম হওয়ার স্বপ্ন পূরণ হলো সাদিও মানের। মোহাম্মদ সালাহকে টপকে আফ্রিকান ফুটবলের সেরার মুকুট জিতলেন সেনেগালের সাদিও মানে।
২০১৯ সালে নিজ ক্লাব লিভারপুলকে চ্যাম্পিয়ন লিগ জেতানোর পাশাপাশি জাতীয় দল সেনেগালকে আফ্রিকান ন্যাশনস কাপের ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ডটি নিজ ঘরে তুললেন তিনি।
২০১৯ সালে অনুষ্ঠিত হওয়া আফ্রিকান নেশন্স কাপে নিজ দেশের সেরা খেলোয়াড় ছিলেন সাদিও মানে। দেশকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে তিনটি গোল করে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকাও!
গ্রুপ পর্বের ম্যাচে কেনিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর শেষ ষোলোতে উগান্ডার বিপক্ষেও করেছিলেন একটি গোল। এছাড়াও কোয়ার্টার ফাইনালে বেনিন এবং সেমিফাইনালে তিউনিসিয়াকে হারাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই তারকা ফরওয়ার্ড।
ক্লাব পর্যায়েও নিজের সেরাটা দিয়েই লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে সহায়তা করেন মানে। ২২টি গোল নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের যৌথ সর্বোচ্চ গোলস্কোরারও ছিলেন মানে। এছাড়া সালাহ এবং অবামেয়াংয়ের সাথে গোল্ডেন বুট ভাগাভাগি করে নেন তিনি। তাছাড়া সকল প্রতিযোগিতা মিলিয়ে ২০১৮-২০১৯ মৌসুমে সর্বমোট ৩৮টি গোল করেন মানে।
এক নজরে দেখে নিন বিগত বছরগুলোতে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার বিজয়ীর নাম
- ২০১৪ সালে ইয়া ইয়া তুরে
- ২০১৫ সালে পিয়েরি এমেরিক অবামেয়াং
- ২০১৬ সালে রিয়াদ মাহরেজ
- ২০১৭ সালে মোহাম্মদ সালাহ
- ২০১৮ সালে মোহাম্মদ সালাহ
- ২০১৯ সালে সাদিও মানে