দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান: রাষ্ট্রপতি
দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গড়ে তুলতে সরকারের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
বুধবার (৯ জানুয়ারি) বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ সমাবর্তনে বক্তব্য দেন। এবারের সমাবর্তনে ১০ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেলসহ ছয় হাজার ৭৫০ জনকে দেয়া হয় গ্রাজুয়েট ডিগ্রি।