চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
চলছে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯ থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন ঘিরে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনী। ১৭০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫৮টিতে থাকছে বাড়তি নিরাপত্তা, এগুলোতে টহলে আছে বিজিবি।
গতকালই ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয় ১ হাজার ১৯৬ টি ইভিএম মেশিনসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম। উপ নির্বাচনে প্রার্থী ৬ জন হলেও, আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের আভাস। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন।