ফেসবুকের কল্যাণে তরুণীকে বাঁচাল পুলিশ
ফেসবুকের সহযোগিতায় আত্মহত্যার আগে এক তরুণীকে বাঁচিয়েছে ভারতের পুলিশ। গেল মঙ্গলবার রাতে গুয়াহাটি ও কলকাতা পুলিশের সহযোগিতায় গুয়াহাটির বাসিন্দা ওই তরুণীকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার কলকাতা পুলিশকে এক ইমেইলে ফেসবুক জানায়, এক তরুণী একটি ভিডিও আপলোড করেছে। সেটি দেখার পর ফেসবুক কর্মকর্তাদের মনে হয়েছে, ওই তরুণী যে কোনো মুহূর্তে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন। ফেসবুকই পুলিশ কর্মকর্তাদের ওই তরুণীর ফোন নম্বর ও ঠিকানা দেয়। সেই তথ্যের ভিত্তিতেই তৎক্ষণা খোঁজখবর শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, আসামের গুয়াহাটির বাসিন্দা ওই তরুণী। এরপরই গুয়াহাটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। শুরু হয় খোঁজ।
মাত্র ১ ঘণ্টার মধ্যেই ফেসবুকের দেয়া তথ্যের ভিত্তিতে ওই তরুণীকে খুঁজে বের করে গুয়াহাটি পুলিশ। কার্যত মৃত্যুর মুখ থেকে তরুণীকে উদ্ধার করে তদন্তকারীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে ওই তরুণীর।
প্রাথমিকভাবে জানা গেছে, ব্যক্তিগত বেশ কিছু সমস্যায় জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। সমস্যা থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
তবে এদিনের ঘটনায় ফেসবুকের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সবাই।