করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ বৈঠক করে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের পর মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে নিজ কার্যালয়ে বিশেষ এই বৈঠক করেন তিনি।
আজ মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল হক।
সচিব জানান, যেভাবেই হোক করোনাভাইরাস প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের যেসব প্রকল্পে উহানের শ্রমিক আছে, এর মধ্যে যারা উহানে ফেরত গেছে তাদের আর আসতে দেওয়া হবে না। তাদের ওয়ার্ক পারমিট আর নবায়ন করা হবে না।
সচিব খন্দকার আনোয়ারুল হক বলেন, ‘উহানে এখন পর্যন্ত ১৭১ জন বাংলাদেশি রয়ে গেছেন। তাদেরও দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে উহান থেকে যে উড়োজাহাজে করে বাংলাদেশিদের নিয়ে আসা হয়েছিল, সেই উড়োজাহাজের পাইলট ও ক্রুদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে সিঙ্গাপুর তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। তাই উহান থেকে বাংলাদেশিদের চীনের কোনো চার্টার্ড প্লেনের মাধ্যমে নিয়ে আসা যায় কি না, সে ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে।’
সচিব বলেন, ‘উহান থেকে এখন পর্যন্ত যতজন দেশে ফিরে এসেছেন, তাদের সবারই রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হজ ক্যাম্পে “কোয়ারেন্টাইন” করে রাখা এদের কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।’
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে চীনের উহানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ সোমবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। আর মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২০৫ জন। চীনের বাইরে ফিলিপাইনে এই ভাইরাসে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে।