লা লিগায় স্বস্তির জয় বার্সেলোনার
লা লিগায় স্বস্তির জয় পেলো বার্সেলোনা। ঘরের মাঠে তারা গেতাফেকে হারিয়েছে ২-১ গোলে। কাতালানদের হয়ে গোল করেছে আন্তোয়ান গ্রিজম্যান ও সার্জি রবার্তো।
২৪ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সা। ১ ম্যাচ কম খেললেও সমান পয়েন্ট আর গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
কোচ পরিবর্তন করেও ছন্দ ফিরে পাচ্ছিলো না বার্সেলোনা। সব আসর মিলে শেষ ৮ ম্যাচের ৩টি হার সঙ্গী কাতালানদের। তবে ঘরের মাঠে খেলা বলেই কিছুটা আশাবাদী ছিলো বার্সা সমর্থকরা। যদিও ম্যাচে প্রথম লিড পেয়েছিলো গেতাফেই। ২৭ মিনিটে অ্যালেন নিয়ম গোল করেন দলের হয়ে। যদিও ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করে দেন রেফারি।
এর কিছু সময় পরেই ক্যাম্প ন্যু'তে স্বস্তি এনে দেন আন্তোয়ান গ্রিজম্যান। লিওনেল মেসির অ্যাসিস্টে গোল কোরে, কিকে সেতিয়েনের দলকে ১-০'তে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। ৬ মিনিট পরে আবারো গোল বার্সার। এবার গোলদাতা সার্জি রবার্তো। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ্ব শেষ করে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর এক গোল শোধ করে গেতাফে। ৬৬ মিনিটে স্কোরশিটে নাম তোলেন লুইস রদ্রিগো।
পুরো ম্যাচে আধিপত্য নিয়ে খেলেও, ব্যবধান বাড়াতে পারেনি লিওনেল মেসিরা। ২-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা