আবরার হত্যা মামলা দ্রুত বিচারে পাঠানোর আবেদন
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারকাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন আবরারের বাবা বরকতউল্লাহ। তিনি বলেন, সাড়ে ৫ মাসেও বিচারিক আদালতে মামলার অভিযোগ গঠন না হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় আবরারের বাবা আশা প্রকাশ করেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলাটি স্থানান্তর হলে দ্রুত সময়ে ন্যায়বিচার পাবেন তারা।
এদিকে পলাতক তিন আসামি মামলার বিচারকাজে হস্তক্ষেপ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবরারের ছোট ভাই ফাইয়াজ। তিনি বলেন, পুলিশের উচিত দ্রুত আসামিদের গ্রেফতার করা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আদালত আগামী ১৮ মাচ পুনরায় দিন ধার্য করেন।পরে আবরারের বাবা গণমাধ্যমকে মামলা স্থানান্তরের জন্য আবেদনের বিষয়টি জানান।
গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলে বুয়েট শিক্ষার্থী আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা চকবাজার থানায় মামলা দায়ের করে। গত ১৩ নভেম্বর সিএমএম আদালতে ২৫ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।