আকাশে একই সঙ্গে ৫ সূর্য, ভাইরাল ভিডিও
ছিল এক, হয়ে গেল পাঁচ, চিনে (China) সূর্যোদয় (Five Sunrises) দেখতে গিয়ে এমনই আজব ঘটনায় রীতিমতো অবাক হয়ে গেছেন মানুষজন। মঙ্গোলিয়ার একটি প্রদেশের আকাশে ঘটা এই মহাজাগতিক ঘটনার ভিডিও তুলে দিয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পাঁচ সূর্যসহ আকাশের ভিডিও দেখে নেটিজেনরা অভিভূত হয়ে যান। কারও কারও মতে, এটি ভৌতিক দৃশ্য ছাড়া আর কিছু নয়।
চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম এই ভিডিও শেয়ার দিয়েছে। তাতে লেখা রয়েছে– কী আশ্চর্য, সত্যিই দেখার মতো ঘটনা! চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় একসঙ্গে পাঁচটি সূর্য জ্বলছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আপাতদৃষ্টিতে এটিকে ভৌতিক মনে হলেও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না।
জানা গেছে, বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেঁধে থাকায় সেগুলোতে সূর্যের আলোয় প্রতিফলিত হয়, আর সেই প্রতিফলনের ফলেই আকাশে একাধিক সূর্যের ছবি ভেসে ওঠে। এই প্রাকৃতিক ঘটনা সূর্য সারমেয় বা ভৌতিক সূর্য’ নামে পরিচিত।
সামাজিকমাধ্যমে একজন লিখেছেন– এগুলো আসলে সবই সূর্যের প্রতিচ্ছবি। আরেকজন বলেন, এটি একটি সানডগ, হুইপ্পি!