কুয়েতের নাগরিককে হত্যার অভিযোগে ২ বাংলাদেশি আটক
কুয়েতের এক নাগরিককে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে ২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শনিবার (২৯ ফেব্রুয়ারি) আরব টাইমস জানায়, হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তির নাম আল হামেদি সায়েম আল রাশিদি। তবে আটক ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ।
তারা আরও জানায়, বাংলাদেশি ওই ২ জন শ্রমিক ভিসায় কুয়েতে অবস্থান করছিলেন। অভিযুক্ত ২ বাংলাদেশি ওই কুয়েতের নাগরিককে হত্যার পর মরদেহ পুড়িয়ে, মরুভূমিতে ফেলে দেয়। বৃহস্পতিবার দেশটির জাহারার অদূরে আরারাহ মরুভূমি থেকে ওই ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, অভিযুক্ত ওই বাংলাদেশি হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছেন, আর্থিক লেনদেনজনিত কারণেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এছাড়া দ্রুত বাংলাদেশে চলে আসার সুযোগ খুঁজছিলেন তারা। তবে তার আগেই কুয়েত পুলিশের জালে ধরা পড়েন। এদিকে আটককৃত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্যে দেশটির বিচার বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।