চসিক নির্বাচন এবং দুটি সংসদীয় আসনে উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং দুটি সংসদীয় আসনে উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি। দেশে করোনাভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে এ সিদ্ধান্ত নিলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই আজ শনিবার দেশে তিনটি সংসদীয় আসনে (ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩) উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটে চসিকসহ দুটি উপনির্বাচন স্থগিতের ঘোষণা আসলো।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন এবং যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল।
বৈঠক সূত্রে জানা যায়, এদিন বৈঠকে স্থানীয় সরকার পরিষদের আরও কয়েকটি ভোট স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে দেশে সর্বশেষ তথ্যানুযায়ী দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ২৪ জন। এর মধ্যে তিনজন সুস্থ হয়েছেন।