অভিজ্ঞতাসম্পন্ন ১৫ জন চিকিৎসককে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত
করোনাভাইরাস মোকাবেলায় সম্প্রতি বাংলাদেশকে কিট, মাস্ক, পিপিই, থার্মোমিটারসহ বিপুল পরিমাণ মেডিকেল সামগ্রী পাঠিয়েছে চীন সরকার। এবার অভিজ্ঞতাসম্পন্ন ১৫ জন চিকিৎসককে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
এদিকে, করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
চিঠিতে করোনাভাইরাস মোকাবেলায় চীনের সাফল্যের অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় বিশ্বে করোনা প্রতিরোধে চীনা প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।
এর আগে গত ২৬ মার্চ করোনা পরীক্ষার জন্য ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট থার্মোমিটার ও অত্যাধুনিক প্রযুক্তির ৫০০টি কিট বাংলাদেশকে উপহার দেয় চীন সরকার।
পরদিন ২৭ মার্চ বাংলাদেশকে ৩০ হাজার কিট উপহার দিয়েছেন চীনের বিখ্যাত প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। পরবর্তীতে আরো তিন লাখ মাস্ক পাঠায় জ্যাক মা ফাউন্ডেশন।