কুয়েতে করোনা ভাইরাস প্রতিরোধে মেডিকেল টিম পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন কুয়েত পূনর্গঠন (ওকেপি) এর আওতায় কুয়েত সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে একটি মেডিক্যাল টিম এর সহায়তা চেয়েছে। এ প্রেক্ষিতে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সশস্ত্র বাহিনীর একটি মেডিক্যাল টিম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি নিয়ে গত ৯ এপ্রিল কুয়েত গমন করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’ নামের এক চুক্তির আওতায় কুয়েতের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনী কুয়েত দখল করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। কুয়েতের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেয় তারা। সেই ক্ষতচিহ্ন মুছে আধুনিক কুয়েত বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী। সেই ধারা এখনো অব্যাহত আছে।