করোনা নিয়ে গুজব ঠেকাতে ৫০টির বেশি ওয়েবসাইট নজরদারিতে
করোনা নিয়ে গুজব ঠেকাতে ৫০টির বেশি ওয়েবসাইট নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার (২৫ এপ্রিল) র্যাব সদর দফতরে অনলাইন বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।
এ পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, করোনা নিয়ে গুজব সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
র্যাবের নব নিযুক্ত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, 'র্যাব করোনা বিষয়ক গুজব প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এ পর্যন্ত ৫০টির বেশি ওয়েবসাইট নজরদারিতে রেখেছে।'
এ সময় তিনি আরো বলেন, 'গুজবকারীদের আইনের আওতায় আনা হয়েছে। নিশ্চিত না হয়ে কোনো পোস্টে লাইক কমেন্ট, শেয়ার না করা বিনীত অনুরোধ জানাচ্ছি। র্যাব সাইবার ইউনিটের সহায়তা নিন, তথ্য দিন। আমরা যাচাই বাছাই করে সকলকে সহায়তা করবো।