কৃষকের নিকট থেকে লটারির মাধ্যমে ধান সংগ্রহের উদ্বোধন
আঃ মতিন সরকার, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষকের নিকট থেকে লটারির মাধ্যেমে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, কৃষি সম্প্রসারণ অফিসার এ.কে. এম ফরিদুল হক, প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, পিপিআই সাদেক হোসেন প্রমুখ।
চলতি মৌসুমে ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৩ হাজার ৫২০ মেট্রিকটন। এর মধ্যে সুন্দরগঞ্জ খাদ্য গুদামে ২ হাজার ১৯৭ মেট্রিকটন এবং বামনডাঙ্গা খাদ্য গুদামে ১ হাজার ৩২৩ মেট্রিকটন। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে ক্রয় করা হবে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৩ হাজার ৩২৯ জন কৃষকের মধ্যে হতে লটারির মধ্যে হতে ৩ হাজার ৫২০ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।