গাংনীতে করোনা পরিস্থিতিতে আশা সংস্থার উদ্যোগে ক্ষতিগ্রস্থ ২০০পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান।
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের করোনা পরিস্থিতিতে আশা সংস্থার উদ্যোগে উপজেলার ক্ষতিগ্রস্থ অসহায় ২০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা চত্বরে আশা সংস্থার পক্ষ থেকে আশা সংস্থার কুষ্টিয়া আহবায়ক এডডিভএম ওমর ফারুক উপস্থিত থেকে খদ্য সহায়তা প্রদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন,মেহেরপুর আশা সংস্থার ডি এম নাজমুল আলম,গাংনী আর এম জাহাঙ্গীর আলম,এসবিএম আতিয়ার রহমান,এসবিএম,ইদ্রীস আলী,এবিএম আক্কাস আলীল প্রমুখ।
আশার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমনের কারনে এলাকার কর্মহীন অসহায় ২০০ টি পরিবারের মাঝে খদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খদ্য সামগ্রীর মধ্যে ছিলে ১০ কেজি চাউল,২কেজি ডাল,২কেজি আলু,১কেজি লবন,১কেজি তেঁল বিতরণ করা হয়।এছাড়াও জেলায় মোট ১১শ” পরিবারের মাঝে খদ্য সহায়তা প্রদান করেন।