নোয়াখালী চৌমুহনী বাজারে মোবাইল কোর্টে ২৬টি মামলায় ২,৫৭,০০০টাকা জরিমানা
নবীন, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে করোনা সংক্রমণের হটস্পট হিসেবে পরিচিত চৌমুহনী বাজারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে
জেলা প্রশাসক তন্ময় দাশের নির্দেশনা অনুযায়ী একযোগে ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ২৬টি মামলায় বিভিন্ন ব্যবসায়ীদের ২লক্ষ ৫৭হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, মো: রোকনুজ্জামান খান, এম সাইফুল্লাহ, মো: রুহুল আমিন, ইমামুল হাফিজ নাদিম ও আসাদুজ্জামান রনি।
বৃহস্পতিবার সকাল ১০.৩০ থেকে বেলা ২.৩০ পর্যন্ত চৌমুহনীর আরত বাজার, খোলা বাজার ও কাঁচা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়- দোকানীগণ মুখে মাস্ক, হাতে গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যতীত এবং সামাজিক দূরত্ব অনুসরণ ছাড়াই ব্যবসায় পরিচালনা করছেন।
যে সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, গ্রীন পাওয়ার মিল কে ১৫,০০০ টাকা, আজমীর ফ্লাওয়ার মিল কে ২০০০ টাকা, মিল স্টোরস কে ৩০০০ টাকা, খান ইলেক্ট্রিক কে ৫০০০ টাকা, ভাই ভাই স্টোর কে ১০০০ টাকা, খাজা ভান্ডার কে ২০,০০০ টাকা, খুরশিদ আলম ট্রেডার্স কে ৫০০০ টাকা, খাদ্য ভান্ডার কে ৫০০০ টাকা, ভাই ভাই স্টোর কে ৫০০০ টাকা, ঢাকা স্টোর কে ১০,০০০ টাকা, নিউ জিএস গ্যালারী কে ৭০০০ টাকা, হাজী ক্লথ স্টোর কে ৫০০০ টাকা ,শাহ আলম ক্লথ স্টোর কে ৩০০০, ফয়সাল ওয়ান টাইম কে ৭০০০ টাকা, মর্ডান স্টোর কে ১০,০০০ টাকা, এবি ফ্যাশন কে ৬০০০ টাকা, ফ্যাশন ওয়েব কে ৫০০০ টাকা, সুমাইয়া সুজ কে ৮০০০ টাকা, মনোয়ারা ট্রেডার্স কে ২০,০০০ টাকা, নাসির এন্ড ব্রাদার্স কে ১০,০০০ টাকা, আজমির ট্রেডার্স কে ২০,০০০ টাকা, সুনিল স্টোর কে ২০,০০০ কে, মিরাজ এন্টার প্রাইজ কে ২০,০০০ টাকা, দেলোয়ার ব্রাদার্স কে ২০,০০০ টাকা, আহাদ ট্রেডার্স কে ১০,০০০ টাকা এবং নিউ বস্ত্র বিতান কে ১৫,০০০ টাকা সহ সর্বমোট ২৬ মামলায় ২,৫৭,০০০টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচানায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল কাদের সজীব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো: কাউছার মিয়া, র্যাব ১১ লক্ষীপুর এর কোম্পানী কমান্ডার আবু সালেহ, ব্যাটেলিয়ান আনসার ও পুলিশ বিভাগ নোয়াখালী।
স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনস্বার্থে মোবাইল কোর্ট চলবে।