সিরাজগঞ্জে পৃথক ঘটনায় এসএসসি পরিক্ষার্থীসহ নিহত ৩
অদিত্য রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘুড়ি ক্রয়বিক্রয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে চন্দ্রনাথ
(৫৫) নামে এক ব্যক্তি নিহত ও এসএসসি পরীক্ষায় ফেল করায় মাফিয়া খাতুন নামে
এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার এনায়েতপুর
গুচ্ছগ্রাম চন্দ্রনাথ মারা যান। এবং রবিবার সাকালে এসএসসি পরিক্ষাথী
মাফিয়া খাতুন আত্মহত্যা করে। এবং তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিষিষ্ট
হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যালয়ের প্রধান (টিএলসি) রফিকুল
ইসলাম (৪৫) এর মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে
জানান, একই গ্রামের জীবন কুমারের ছেলে নিত্যরঞ্জন ও শ্রীবাসের ছেলে
বাঁধনের মধ্যে ঘুড়ি কেনা-বেচা নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে জীবন, আনন্দ ও
খোকন গংয়ের সাথে শ্রীবাস ও তার আত্মীয় চন্দ্রনাথ সংঘর্ষে জড়িয়ে পরেন।
সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত হন চন্দ্রনাথ। তাকে
হাসপাতালে নেয়ার পথে মারা যান। রবিবার সকালে এসএসসি পরীক্ষা ফলাফল জানার
পর মন খারাপ করে নিজ ঘরের ধর্ণার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে
মায়িয়া।
অপর দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিষিষ্ট হাসপাতালের যক্ষা ও
কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যালয়ের প্রধান (টিএলসি) রফিকুল ইসলাম (৪৫) এর মৃত্যু
হয়েছে। রবিবার সকালে তাড়াশ উপজেলার পরিষদের মধ্যে ব্যাচেলর কোয়াটারের
বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত টিএলসি রফিকুল ইসলামের গ্রামের
বাড়ি রংপুর সদরের রামবল্লাভপুর মহল্লায় ও তাড়াশ হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ
নিয়ন্ত্রন কার্যালয়ের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, এখন পর্যন্ত
কোন অভিযোগ পায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা
হয়েছে।