হুয়াওয়ের সঙ্গে 5-G নিয়ে কাজ করার অনুমতি যুক্তরাষ্ট্রের
নানা নাটকীয়তার পর এবার চায়না মোবাইল কোম্পানি হুয়াওয়ের সঙ্গে মার্কিন কোম্পানিগুলোকে 5-G নিয়ে কাজ করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী বৈশ্বিক উদ্ভাবনে অন্য রাষ্ট্রের কাছে নেতৃত্ব ছেড়ে দেবে না যুক্তরাষ্ট্র- এমন মন্তব্যের পর তার মন্ত্রণালণয় থেকে নতুন এক নিয়মে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ফাইভ-জি মান নির্ধারণে হুয়াওয়ের সঙ্গে কাজ করার অনুমতি মিলবে বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্র কালো তালিকাভূক্ত করায় হুয়াওয়ে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি মার্কিন কোম্পানিগুলো প্রতিষ্ঠানটির কাছে প্রযুক্তি বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়ে। দেশটির নতুন এই সংশোধনীর কারণে সেই জটিলতাও কাটলো।