পিসিআর বন্ধ মাত্র দেড় মাসেই কীট সংকটে
নারায়ণগঞ্জে কোভিড -১৯ ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে নমুনা পরীক্ষায় অন্যান্য জেলা থেকে পিছিয়ে পরে ছিল এই জেলাটি। কারণ নারায়ণগঞ্জে সব নমুনা ঢাকা থেকে পরীক্ষা করে আনা হতো সময় লাগতো অনেক বেশি। এমতাবস্থায় নমুনা পরীক্ষার গতি তরান্নিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হলেও মাত্র দেড় মাসের মাথায় কীট সংকটে বন্ধ হয়ে গেছে।
গত ৬ই মে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গের দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ ৩০০’শ শয্যা হাসপাতালে (করোনা হাসপাতাল) স্থাপিত করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করেছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
সুত্রে যায়, নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে (৩০০’শ শয্যা হাসপাতাল) বেশ কয়েকদিন ধরেই কীট সংকটের কারণে নমুনা পরীক্ষা ধীর গতিতে বন্ধ হয়ে যায়। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে না পারায় পুরো জেলায় সংকটের আসংখ্যা দেখা দেয় নমুনা সংগ্রহে। গত কয়েকদিন যাবৎ করোনা হাসপাতালের পিসিআর ল্যাবে অল্প সংখ্যায় পরীক্ষা করা হলেও ২০শে জুন থেকে পিসিআর ল্যাবটি সম্পূর্ন বন্ধ হয়ে পরেছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। আবারো পূর্বের ন্যায় ঢাকা থেকে নমুনা পরীক্ষা করে আনা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরেও তাঁরা নির্দিষ্ট করে কিছু জানায়নি কবে নাগাদ কীট আসবে।
বাংলাদেশে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল এই জেলায় । এর পর থেকে বাড়তে থাকে করোনা সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা হার। শনাক্তের দিক থেকে ঢাকার পরের অবস্থানেই ছিল নারায়ণগঞ্জের জেলা। সংক্রমণ বাড়তে থাকায় করোনার হটস্পট হিসেবে জেলাটিকে চিহ্নিত করে আইইডিসিআর কর্মকর্তাগন। এমতাবস্থায় পিসিআর ল্যাব বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সচেতন মহল ও সাধারণ মানুষ।