সড়ক উন্নয়নে বাংলাদেশকে ৪২৫০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক
দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়নে বাংলাদেশকে ৪ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। শর্ত অনুযায়ী ৫ বছরের রেয়াতি সুবিধাসহ ঋণ পরিশোধে বাংলাদেশ সময় পাবে ৩০ বছর। শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জসহ মোট ২ শতাংশ সুদে পরিশোধ করতে হবে ঋণের অর্থ।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
মূলত বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের দক্ষিণাঞ্চলের সব মহাসড়ক পর্যায়ক্রমে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এই উদ্যোগের প্রথম ধাপে ৪ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক।
সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে, তিন বছরের সহজ শর্তের ঋণ প্যাকেজ আইডা-১৮-এর আওতায় এটি বিশ্বব্যাংকের শেষ প্রকল্প। যার আওতায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সড়ক ও মহাসড়ক বিভাগের বিদ্যমান রাস্তার সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে। এক্ষেত্রে পর্যায়ক্রমে দুই লেনের সব মহাসড়ক ৪ লেনে উন্নীত হবে। চারটি ধাপের এই প্রকল্পের প্রথম ধাপে ৫০ কোটি ডলার ব্যয় হবে।