মিয়ানমারের তেল-গ্যাস প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ভারত
বাংলাদেশের প্রতিবেশি দেশ মিয়ানমারের সমুদ্র সীমানায় তেল ও গ্যাস প্রকল্পে অতিরিক্ত আরও ১২১.২১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২৯ কোটি টাকা) বিনিয়োগ করছে আরেক প্রতিবেশি দেশ ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন-ওএনজিসি বিদেশ লিমিটেড।
ভারতীয় গণমাধ্যম আউট লুক ইন্ডিয়া জানায়, আন্দামান সাগরে মিয়ানমারের শোয়ে তেল ও গ্যাস ক্ষেত্রের আরও দুইটি ব্লকে বিনিয়োগের জন্য অতিরিক্ত এই টাকা অনুমোদন দিয়েছে ওভিএল। দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের সঙ্গে ভারতও শোয়ে তেল ও গ্যাস ক্ষেত্রের প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।
এর আগে ২০১৯ সালের ৩১ মার্চ প্রকল্পটিতে ৭২২ মিলিয়ন ডলার (প্রায় বাংলাদেশি মুদ্রায় ৬১২৬ কোটি টাকা) বিনিয়োগ করে। ২০১৩ সালের জুলাই মাসে শোয়ে প্রকল্প থেকে প্রথম গ্যাস পাওয়া যায়।
পরের বছরের ডিসেম্বর থেকে জ্বালানী উৎপাদন শুরু হয়। ভারতীয় জ্বালানী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী দেশে তেল ও গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অংশ। তারই প্রচেষ্টায় মিয়ানমারেও জ্বালানি খাতে বিনিয়োগের মাধ্যমে এই সেতুবন্ধন তৈরি হয়েছে।