ভিডিও কলিং অ্যাপের নতুন 'পার্সোনাল ভার্সন' আনলো মাইক্রোসফট
মহামারি করোনা ভাইরাসে থমকে গেছে জীবনযাত্রা। মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। ঠিক এ কারণেই কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে ভিডিও কলিং অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। এদিকে লক্ষ্য রেখে মাইক্রোসফট লঞ্চ করতে চলেছে ভিডিও কলিং অ্যাপের নতুন 'পার্সোনাল ভার্সন'।
অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ব্যবহারকারীরা এই নতুন ভার্সান মাইক্রোসফট টিম ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফট-এর এই পার্সোনাল ভার্সনে ব্যবহারকারীরা টেক্সট চ্যাট, ভিডিও কল, শেয়ারের তালিকা, নথি, ক্যালেন্ডার এবং লোকেশনও শেয়ার করতে পারবেন।
নতুন এই বৈশিষ্ট্যগুলি মোবাইল অ্যাপে আপডেট হওয়া শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে সমস্ত মোবাইল অ্যাপেই এই আপডেশন পৌঁছে যাবে।
মাইক্রোসফট এর 'পার্সোনাল ভার্সন' ব্যবহারের ফলে আপনি যেমন আফিসের টিমের সঙ্গে কাজের সময় যুক্ত থাকতে পারবেন। পাশাপাশি বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সঙ্গেও মেসেজিং এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে একই সঙ্গে যুক্ত থাকতে পারবেন। চ্যাট এবং কল করার জন্য আলাদা গ্রুপ তৈরি করা যাবে। যাতে আপনি নিজের পরিবার, আপনার বন্ধু, অফিস এর জন্য আলাদা গ্রুপের সঙ্গে প্রয়োজনীয় নথি শেয়ার করতে পারবেন।
এই মাইক্রোসফট টিম আপনার সমস্ত ব্যক্তিগত চ্যাট এবং ভিডিও এবং ভয়েস কলগুলির জন্য মেসেজিং হাব হিসেবেও রাখা যাবে। পাশাপাশি মাইক্রোসফট টিম আপনার অন্যান্য মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশনগুলির সঙ্গেও যুক্ত করতে পারবেন।