আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘করোনাযোদ্ধা’:ক্রীড়া প্রতিমন্ত্রী
করোনাকালে অসহায়দের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এই সময়ে অসামান্য অবদানের জন্য তাকে ‘করোনাযোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
এছাড়া মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা এ সংগঠনটি তাকে একটি সনদও দিয়েছে। এ ছাড়াও আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২১ এর জন্য ফেলো মনোনীত হয়েছেন তিনি। শনিবার (২৭ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা মহামারীর এই সময়ে নিজ নির্বাচনী এলাকা বাদেও তিনি বিভিন্ন জায়গায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। হিজড়া, সেলুনের কর্মচারী, ফুটপাতে রাত কাটানো মানুষ, রেলওয়ে স্টেশনের ছিন্নমূল মানুষ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশেও দাঁড়িয়েছেন তিনি। এছাড়া আয়োজন করেছেন রক্তদান কর্মসূচীরও।