কে বসছেন আইসিসি’র সর্বোচ্চ চেয়ারে?
কে বসতে যাচ্ছেন আইসিসি'র সর্বোচ্চ চেয়ারে। কে হতে যাচ্ছেন আইসিসি'র পরবর্তী চেয়ারম্যান। এ নিয়ে ক্রিকেট কূটনৈতিকরাও কিছুটা দ্বিধায়। আইসিসি চেয়ারম্যান পদের হট প্রার্থী সৌরভ গাঙ্গুলির নাম শোনা গেলেও, তিনি আগ্রহী নয় বলে জানা গেছে। সেক্ষেত্রে ইংলিশ ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভস ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নাম বেশ শোনা যাচ্ছে ক্রিকেট মহলে। তবে, এ ব্যাপারটা আছে অনেকটাই নাটকীয়তার মধ্যে।
ক্রিকেটের বিষফোড়ার বিদায় হয়েছে সেই ২০১৫ সালে। ক্ষমতার লোভ সামলাতে পারেননি বলেই হয়তো ক্রিকেট ঈর্ষাও মেনে নিতে পারেননি। এন শ্রীনিবাসনের অন্যায়। ২০১৫ বিশ্বকাপ ট্রফি বিজয়ী দলের হাতে তুলে ধেয়ার কথা ছিলো তখনকার আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের। কিন্তু, চেয়ারম্যান হওয়ায় ক্ষমতা বলয়ে নিজেই ট্রফি তুলে দেন এন শ্রীনি। সেই অন্যায়ের বিচার করেছে প্রকৃতি। আইপিএলে বির্তকিত হওয়ায় আইসিসি তো বটেই ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও বেড় করে দেয়া হয় এন শ্রীনিবাসনকে।
এরপরই মূলত আইসিসি সভাপতি পদটি বিলুপ্ত করে চেয়ারম্যান পদটিকে সর্বের্সবা করে ক্রিকেটের সর্ব্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। নিয়ম করা হয় একজন ব্যক্তি সর্ব্বোচ্চ তিন বার দুই বছর করে আইসিসি'র চেয়াম্যান পদে থাকতে পারবেন। শ্রীনির বিদায়ের পর আরেক ভারতীয় শশাঙ্ক মনোহরের কাঁধে পড়ে আইসিসি'র দায়িত্ব। প্রথম দফার পর দ্বিতীয় দফা দায়িত্ব শেষ হবে চলতি মাসে। কিন্তু, বিশ্বজুড়ে করোনায় বিস্তার লাভে শশাঙ্ক মনোহরের ক্ষমতার মেয়াদ আরোর বাড়তে পারে দুই মাস।
কিন্তু, মনোহর তৃতীয় দফায় আর হচ্ছেন না আইসিসি'র চেয়াম্যান। তাই নিশ্চিত। তবে কে হচ্ছেন পরবর্তী আইসিসি'র শাসক। অনেকের নাম শোনা যাচ্ছে। তার মধ্যে হেভিওয়েট প্রার্থী ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি'র চেয়ারম্যান কলিন গ্রেভসের কথা। পূর্ণ সদস্যে দেশগুলোর মধ্যে পাশের দেশ আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ভোট অনেকটাই নিশ্চিত করেছেন গ্রেভস। করোনার মধ্যে ক্যারিবীয়রা অর্থেরন বিনিময় ইংল্যান্ড সফর করছে বলে এই ভোটিও কলিন গ্রেসভসের পকেটে গেছে বলে ধারনা ক্রিকেট পন্ডিতদের।
পাকিস্তানের এহসান মানি আগ্রহ না দেখালেও, অনেকের মতে তা কিনা লোক দেখানো। তবে, কলিন গ্রেভসের পর বেশ শক্ত অবস্থায় আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গেলো দুই বছর হলো তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি'র চেয়ারম্যান। পাকিস্তান সফরে গিয়ে ভোট পাওয়ার দাবি করেছেন পাপন। গেলো বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কায় বোমা হামলার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে বাংলাদেশ দল গিয়েছিলো লঙ্কায়। এছাড়াও, জিম্বাবুয়ের পরম বন্ধু বাংলাদেশ। জানা যায় আফগানিস্তানের ভোটটাও বাংলাদেশের পক্ষে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আন্তর্জাতিক ক্রিকেট টেবিলে নিজের দূরদর্শিতার প্রমাণ রেখেছেন বহুবার। তাই বিসিবি সভাপতি শক্ত প্রার্থী আইসিসি চেয়ারম্যান হবার।
তবে, এটাও মাথায় রাখতে হবে বিসিসিআই সভপতি সৌরভ গাঙ্গুলির শেষ পর্যন্ত প্রার্থী হলে বাকিদের স্বপ্ন হতে পারে ধুলিসাৎ।