‘প্রশাসন জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে’
জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে থেকে পরিকল্পনার পর্যায়েই তা নস্যাৎ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তবে এখনো বিচ্ছিন্নভাবে অনলাইনে জঙ্গিদের তৎপরতা রয়ে গেছে বলেও মনে করেন তারা। গুলশানের হলি আর্টিজান হামলার ৪ বছর পূর্তিতে সকালে নিহতদের শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এসময় তারা নিহতদের স্মৃতির প্রতি গভীর সমবেদনা জানান। তবে এবার করোনার কারণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সীমিত করা হয়।
বিদেশিদের কাছে এক সময় অবসর কাটানোর প্রিয় সবুজ প্রাঙ্গনে এবারো ছিলো বাৎসরিক শোক জ্ঞাপনের আনুষ্ঠানিকতা। চার বছর আগের নৃশংসতায় মার্কিন কোনো নাগরিক হত্যার শিকার না হলেও সে দেশের রাষ্ট্রদূত এসেছিলেন ইতালীর রাষ্ট্রদূতের সাথে সময় মিলিয়ে। শ্রদ্ধাও জানান পর পর। এসেছিলেন জাপানের রাষ্ট্রদূতও।
এর আগে শ্রদ্ধা জ্ঞাপন করেন র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। পরে তারা দুজনই দেশের বর্তমান জঙ্গি পরিস্থিতি নিয়ে কথা বলেন।
র্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিদের থেকে একধাপ এগিয়ে থেকে পরিকল্পনার পর্যায়েই তা নস্যাৎ করা হচ্ছে। ডিএমপি কমিশনার জানান, পুলিশের উপর হামলা চালাতে অনলাইনে উস্কানি দিচ্ছে জঙ্গিরা।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে। তারা যখনি পরিকল্পনা করছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অ্যাক্টিভলি কাজ করছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।'
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, 'একাকী হামলা চালানোর জন্য জঙ্গিরা অনলাইনে মানসিক উদ্বুদ্ধ করছে। এরকম নানাবিধ প্রচারণা তারা চালাচ্ছে।'
করোনা প্রাদুর্ভাবের কারণে এবার আনুষ্ঠানিকতা ছিল দুই ঘণ্টার। শোক জানাতে আসা লোকের উপস্থিতিও ছিলো কম।