সুশান্তের মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর মোড়, আত্মহত্যার আগেই উইকিপিডিয়ািয় মৃত্যুর আপডেট!
শান্ত সিং রাজপুতের সুইসাইডের ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷ তদন্ত যেরকম এগোচ্ছে তাতে রোজই নতুন নতুন তথ্য হাতে আসছে তদন্তকারীদের ৷ ঠিক কীভাবে কী হয়েছিল তা নিয়ে তদন্ত জারি রয়েছে ৷ সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা করার আগেই উইকিপিডিয়া পেজের হিস্ট্রিতে তাঁর আত্মহত্যার বিষয়টি আপডেট করে তৈরি রাখা ছিল ৷ হিস্ট্রি অনুযায়ী ৮টা ৫৯ এ এই তথ্যটি আপডেট করা হয়েছিল ৷
এটা কী করে সম্ভব ৷ কী কারণ রয়েছে যে এই পয়েন্টটিকে জোর দিয়ে খতিয়ে দেখছে পুলিশ ৷ এই বিষয়টি ভালো করে খতিয়ে দেখতে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে ৷ পুলিশ এই উইকিপিডিয়া পেজের ফ্যাক্ট ভেরিফাই করতে চাইছে ৷ মুম্বই পুলিশের হাতে যে বয়ানগুলি এসেছে তার ভিত্তিতে জানা যাচ্ছে যে সেদিন সুশান্ত সিং রাজপুত প্রায় সাড়ে নটা নাগাদ বাইরে এসেছিলেন৷ এরপর উনি জুস খেয়ে প্রায় ১০ টা নাগাদ নিজের ঘরে ফেরত চলে যান ৷
এই অবস্থায় কী করে উইকিপিডিয়ার হিস্ট্রিতে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তথ্য আগে থেকেই আপডেট হল সেটা বড় ধাঁধায় ফেলেছে ৷ এই ঘটনা নিয়ে নানা মহল থেকে নানা রকম প্রশ্ন উঠছে ৷ সাইবার সেল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে উইকিপিডিয়া ইউটিসি টাইমলাইন (Coordinated Universal Time) ফলো করে ৷ যা ইন্টারন্যাশানাল টাইমলাইন থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পিছনে থাকে ৷ এই তথ্য আপডেট করা নিয়ে এখনও অবধি যা জানা গেছে তাতে পরিষ্কার হয়ে গেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় নিয়ে কোনও অতিরিক্ত গণ্ডগোল করা হয়নি ৷
১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর ঘর থেকেই পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷ এই ঘটনার পর পুলিশ একের পর এক জেরা করছে ৷ এই আত্মহত্যার কারণ হিসেবে পেশাগত শত্রুতা , মানসিক অস্বস্তি -র মত বিষয়গুলি খতিয়ে দেখছে তদন্তকারী দল ৷