বিশ্ব যুব দক্ষতা দিবসে আইএলও‘র কুইজ
করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আওতায় স্কিলস-২১ প্রকল্পের উদ্যোগে বেশ কিছু কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সারা দেশের কারিগরি স্কুল ও কলেজ, কারিগরি কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স ট্রেডের শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতা, দিবসের প্রতিপাদ্য বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে অনলাইন ওয়েবিনারের আয়োজন এবং সফল কারিগরি তরুণদের গল্প ও এ-সংক্রান্ত প্রশিক্ষণের নানা তথ্য নিয়ে গণমাধ্যমে প্রচারণা।
করোনাভাইরাস মহামারীর মধ্যে ১৫ জুলাই পালন হতে যাওয়া এবারের বিশ্ব যুব দক্ষতা দিবসের প্রতিপাদ্য ’মহামারী ও পরবর্তীকালে নিজেদের ফিরে পাওয়ার জন্য তারুণ্যের দক্ষতা’।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২-৮ জুলাইয়ের মধ্যে আইএলও’র ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের।
মক টেস্ট, বাছাইপর্ব ও চূড়ান্ত পর্বে নামে তিন ধাপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। প্রথম ধাপের মক টেস্ট অনুষ্ঠিত হবে ৮ জুলাই বিকাল ৪টায়।
মক টেস্টের দুই দিন পর ১০ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে বাছাইপর্ব; যাতে নিবন্ধনকারী সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন।
১২ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে পারবেন শুধু বাছাইপর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা।