বান্দরবান সদর উপজেলার বাগমারায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত
বান্দরবান সদর উপজেলার বাগমারায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলা সদরের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন-জেএসএস এমএন লারমা গ্রুপের বান্দরবান সমন্বয়ক রতন তঞ্চঙ্গ্যা, সদস্য বিমল কান্তি চাকমা, ডেবিট মারমা, প্রগতি চাকমা, দিপেন ত্রিপুরা ও জয় ত্রিপুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে জেএসএস এমএন লারমা গ্রুপের বান্দরবান সমন্বয়ক রতন তঞ্চঙ্গ্যা বাসায় নাশতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। এ সময় সশস্ত্র একদল সন্ত্রাসী তাদের ঘেরাও করে এলোপাথাড়ি গুলি করে। ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা নামে দুই কর্মী।
জেলার ৬ নং নোয়াপতং ইউনিয়নের মেম্বার মিচি মার্মা বলেন, আমরা ঘটনাস্থলে ৬ জনের লাশ দেখেছি।গুলিবিদ্ধ ২ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছে। ঘটনারপর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতঙ্ক বিরাজ করছে।
বান্দরবান জেলা পুলিশ সুপার (এসপি) জেরিন আক্তার বলেন, দুই গ্রুপের সংঘর্ষে সম্ভবত ৫-৬ জন মারা গেছেন। এখনো কনফার্ম করতে পারছি না মোট কতজন নিহত হয়েছেন। কারণ গুলিবিদ্ধ অনেকে বেঁচেও তো থাকতে পারেন।