কাতারে শুক্র ও শনিবার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা প্রত্যাহার স্বস্তিতে ব্যবসায়ীরা
শেখ এনামুল হোসেনঃ- কাতার প্রতিনিধি
করোনা ভাইরাসের কারণে কাতার সরকার শুক্র ও শনিবার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার যে নির্দেশনা দিয়েছিলো তাহা আজ ৮ জুলাই বুধবার কাতারের মন্ত্রীপরিষদ প্রত্যাহার করে নিয়েছে।
এখন থেকে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার সহ পুরো সাপ্তাহ খুলা রাখতে পারবেন। কাতার মন্ত্রীপরিষদের এমন সিদ্ধান্তে স্বস্তিতে ব্যবসায়ীরা
গত ১ জুলাই থেকে কাতারে ২য় ধাপে আরও কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। শুক্র ও শনিবার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়াতে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করেন ব্যসায়ীরা।
কাতারে এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০১৫৫৩ জন, এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৫৩০৮ জন। সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৯৬১০৭ জন। কাতারে এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৮ জন। মারা যাওয়া ১৩৮ জনের মধ্যে ২২ জন বাংলাদেশি।