যুব মহিলা লীগের বৃক্ষ রোপন ও গাছ বিতরণ কর্মসুচী পালিত
বদরুল আলম রায়হান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে চলছে বৃক্ষরোপণ কর্মসূচী। এই কর্মসূচিতে ফলজ, বনজ ও ভেষজ ১ কোটি গাছ রোপণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় আজ রাজধানীর প্রাণকেন্দ্র উত্তরাতে বাংলাদেশ যুব মহিলা লীগের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। এসময় যুব মহিলা লীগের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়েন এই কর্মসুচী হাতে নেওয়া হয়েছে জুলাই মাস থেকে যুব মহিলালীগ এই কর্মসুচী চালিয়ে যাচ্ছে। আগামী উপ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।