ঘর পেয়ে প্রধানমন্ত্রীর পা ছুয়েসালাম করতে চায় ভিক্ষক নাজিমুদ্দিন !
হারুনুররশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরে সেই আলোচিত ভিক্ষুক পেলেন প্রধান মন্ত্রীর দেয়া বাড়ি। জেলার ঝিনাই গাতীতে দুই বছর ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা তহ বিলে দান করা সেই নজিমদ্দিন ভিক্ষুককে তার মহানুভবতায় মুগ্ধ হয়ে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা।
রোববার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর দেয়া সেই পাকা ঘরে উঠেছেন তিনি। প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে ভীষণ খুশি নজিমুদ্দিন। আর তাকে নিয়ে এলাকাবাসীরও যেন উৎসাহের শেষ নেই। মাথা গোজার ঠাঁই হিসেবে একটি বাড়ী নাজিমুদ্দিনের আজ আর স্বপ্ননয়। তার সে স্বপ্ন কে সত্যি করেছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা।
চলতি বছরের এপ্রিল মাসে ঘর মেরামত করার জন্য ভিক্ষা কওে জমানো ১০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা তহবিলে দান করেছিলেন তিনি নিঃস্বার্থভাবেই। এ খবর দেশের বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পর দেশে ও আন্তর্জাতিক ভাবে ব্যাপক আলোচনায় উঠে আসে নাজিমুদ্দিন।
তার এই দানে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি ঘর করে দেয়ার নির্দেশ দিলে ঘর নির্মাণ কাজ শুরুকরেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রায় সাড়ে চার মাসে নির্মাণ করা হয় নজিমদ্দিনের জন্য এই আধাপাকা ঘর। ১৬ আগষ্ট রোববার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহাবুব আনুষ্ঠানিক ভাবে এই ঘরটি উদ্বোধন করেন। সেই সাথে তিনি সরকারি সুবিধায় আজীবন চিকিৎসা সেবাও পাবেন।
প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে ভিক্ষুক নাজিমুদ্দিন জানায়, প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে আমি খুব খুশি। এহন আমার ইচ্ছা প্রধানমন্ত্রীর পা ছুঁয়েতাওে একটুসালাম করমু। তাই তার সাক্ষাত চাই। কারণ আমি ঘর পামু এই চিন্তা কইরা করোনা তহবিলে ট্যাহা জমা দেই নাই। আমি দিছি, বেকার কর্মহীন মানুষ যাতে কিছু খাবার পায় এই জন্য।
জেলা প্রশাস কআনারকলি মাহবুব জানায়, ভিক্ষুক নাজিমুদ্দিনের মহানুভবতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে দুই লক্ষ টাকা দিয়েছিলেন একটি ঘর নির্মানকরে দেয়ারজন্য। সে ঘরটিরকাজ শেষ কওে আজ আমরা ঘরের চাবি হস্তান্তর করলাম।
এর পাশাপাশি আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি দোকান করে দেয়া হয়েছে এবং তাকে সরকারীসুবিধায় আজীবন শারীরিকচিকিৎসা ফ্রি করে দেয়া হয়েছে।করোনাপরিস্থিতিতে শেরপুর জেলারঝিনাইগাতীউপজেলানির্বাহীকর্মকর্তাঅসহায়দের সহায়তাতহবিলগঠনকরলেএপ্রিলমাসেভিক্ষুকনাজিমদ্দিননিজের ভাঙ্গাচোরা ঘরটি মেরামতকরারজন্য প্রায় ২ মাসভিক্ষাকরেজমানোটাকা ওই তহবিলেজমা দেন।
পরে সেই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালহয়েপ্রধানমন্ত্রীরনজরেএলেপ্রধানমন্ত্রীরনির্দেশে তাকে এই ঘরটিনির্মানকরে দেয়া হয়।