শ্রীপুরে দুই পোশাককর্মীকে গণধর্ষণ।
বদরুল আলম রায়হান,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে দুই পোশাককর্মী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগে রোববার মামলা হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার চারজন হলেন মো. শাহিনুল (৩০), পিকআপভ্যানের চালক মো. কালাম (২৬), জাহাঙ্গীর আলম (৩০) ও সিএনজিচালিত অটোরিকশার চালক মো. বাবু (১৮)। অপর আসামি হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মোকসেদুল ইসলাম (৩০)। তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
নির্যাতনের শিকার দুজনের মধ্যে একজনের বয়স ১৮ বছর। তাঁর বাড়ি কিশোরগঞ্জের মিটামইন উপজেলায়। অপরজনের বয়স ১৯ বছর। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তাঁরা ময়মনসিংহের ভালুকা উপজেলার দুটি আলাদা কারখানার কর্মী। দুজন একসঙ্গে একটি বাসায় থাকেন।
নির্যাতনের শিকার নারীদের বরাত দিয়ে পুলিশ জানায়,এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই তরুণীর একজনের। শুক্রবার ওই ব্যক্তি ফোন করে তরুণীকে শ্রীপুরে যেতে বলে। ওই তরুণী অপরজনকে নিয়ে শ্রীপুরে যান। সেখানে তাঁরা নির্যাতনের শিকার হন।
মামলার বিবরণ থেকে জানা যায়, দুই নারী ২১ আগস্ট শ্রীপুরের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার দিকে তাদের দুজনকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা গণধর্ষণের শিকার হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, বাকি একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার দুই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।