ধর্ষকদের বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বি এ রায়হান
সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহাবাগ, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ধর্ষকদের বিচার দাবিতে সোমবার দুপুরে নগরীর শাহাবাগ, উত্তরা, সহ বিভিন্ন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় ছাত্র-ছাত্রীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। এতে দীর্ঘ এলাকা জুড়ে যানজট তৈরি হয়।
শাহাবাগে অবস্থান করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহিন বলেন, ধর্ষকদের উপযুক্ত বিচার না হওয়া সম্প্রতি ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে এর প্রতিবাদে আমরা রাজপথে আন্দোলন করছি।
উত্তরা ইউনিভার্সিটির ছাত্র রাতুল বলেন, সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।
এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রী মালিহা বলেন, ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি। তাদের শাস্তি নিশ্চিত করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।
উত্তরা জোনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক গণমাধ্যম কর্মীদের বলেন, মহাসড়ক ছেড়ে দিতে ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছি। তবে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।