নিজের সাহসিকতায় বাল্য বিবাহ থেকে মুক্তি পেলো রাত্রি
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বিলকিস আক্তার রাত্রি মুক্তি পেলো বাল্যবিবাহ থেকে।
গোপনে বাবার মুঠো ফোন দিয়ে ৯৯৯ এ বিষয়টি অবগত করে কিশোরী রাত্রি। পুলিশ তদন্তের স্বার্থে ওই মুঠোফোনের নাম্বারে যোগাযোগ করলে,রাত্রির বাবা পুলিশের উপস্থিতি টের পেয়ে মুঠোফোনটি বন্ধ করে রাখে। পরে গায়ে হলুদের আসর থেকে পালিয়ে আইনের আশ্রয় পেতে টঙ্গী পূর্ব থানার দ্বারস্থ হয় ওই কিশোরী।
একজন গণমাধ্যম কর্মীর সহযোগিতায় টঙ্গী পূর্ব থানার নারী সহায়তা কেন্দ্রের পুলিশ কর্মকর্তাকে বিষয়টি অবগত করে সে। পরে পুলিশ রাত্রির পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে থানায় ডেকে এনে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে রাত্রিকে বিয়ে না দেয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং নিয়ম অনুযায়ী মুচলেকা রেখে রাত্রির মায়ের জিম্মায় পরিবারের কাছে রাত্রিকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো: সজল জানান- মেয়েটি প্রথমে ৯৯৯ এ কল দিয়ে বাল্যবিবাহের বিষয়টি অবগত করলে পুলিশ তদন্তে যায়। কিন্তু ঐ নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই কিশোরী থানায় আসে এবং বাল্যবিবাহের বিষয়টি আমাকে অবগত করে। তারপর আমি তার পরিবারের সাথে যোগাযোগ করে টঙ্গী পূর্ব থানায় উপস্থিত হওয়ার জন্য বলি এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত রাত্রিকে বিয়ে না দেয়ার জন্য পরামর্শ প্রদান করি।