গাংনীতে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত-৪
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে পাখীভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমখি সংঘর্ষে শিশু সহ ৪ জন আহত হয়েছ্। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের পিএসকেএস অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলো- উপজেলার ধানখোলা ইউয়নের আজান গ্রামের গোলাম নবীর ছেলে ফিরোজ আহমেদ (৩৬), পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের চৌগাছা গ্রামের নাজিরউদ্দীনের স্ত্রী লালবুড়ি (৩২) .একই গ্রামের শরিফউদ্দীনের স্ত্রী রেখা (৪০), রেখা খাতুনের নাতি জুবায়ের হোসেন(২)
আহত ভ্যানচালক ফিরোজ জানান, তিনি যাত্রী নিয়ে গাংনী থেকে বাঁশবাড়ীয়া ডা. আব্দুল মান্নানের বাড়ীতে যাওয়ার পথে পিএসএকএস অফিসের সামনে মেহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (যার নং-কুষ্টিয়া-জ-০৫-০০০৪৭) আলহাজ নামের বাস নিয়ন্ত্রন হারিয়ে পাখি ভ্যানে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যপারে গাংনী থানার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।