বঙ্গবন্ধু'র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের বিক্ষোভ।
বি এ রায়হান, গাজীপুর :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর মহানগর যুবলীগ।
রবিবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এই কর্মসুচী পালন করে মহানগর যুবলীগ।
এসময় মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে তারা মুজিব সৈনিকদের হৃদয়ে আঘাত করেছে। যতদ্রুত সম্ভব তাদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারা পরিকল্পিত ভাবে বঙ্গবন্ধু'র ভাস্কর্য ভেঙে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধের হুশিয়ারি দেন তিনি।
সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
এসময় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল,ইকবাল মাস্টার,ডাঃ এবি এম কাশেম মন্ডল, আতিকুর রহমান খান রাহাত, মোঃ আমিন উদ্দিন সরকার, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, মেহেদী হাসান নাহিদ, আহসান পালোয়ান সহ সহযোগী অঙ্গ সংঘটনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।